Pages

Thursday, January 10, 2013

অনলাইন মোবাইল রিচার্জ!!!



মধ্যরাতে খুব জরুরি ফোন করতে হবে। এমন সময় দেখলেন আপনার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে। রাতে সব দোকান বন্ধ তাই রিচার্জ করারও কোন উপায় নেই। কি করবেন এখন? নো প্রবলেম, এখন থেকে যে কোন সময় যে কোন জায়গা থেকে অনলাইনে বসেই মোবাইল রিচার্জ করতে পারবেন। সম্প্রতি এ সম্পর্কে গ্রামীণফোন, এসএসএল ওয়্যারলেস পৃথকভাবে ডাচ-বাংলা ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের সঙ্গে বিভিন্ন ইলেক্ট্রনিক চ্যানেলের মাধ্যমে জিপি গ্রাহকদের অনলাইনে মোবাইল রিচার্জ সার্ভিস চালু করতে ত্রিপক্ষীয় চুক্তিতে আবদ্ধ হন। এ চুক্তির ফলে গ্রামীণফোন গ্রাহকরা (www.easy.com.bd) ওয়েবসাইট থেকে অতি সহজেই তাদের প্রিপেইড নাম্বার রিচার্জ বা পোস্টপেইড নাম্বারের বিল অনলাইনে প্রদান করতে পারবেন।

গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ড যেমন ভিসা, মাস্টার কার্ড এবং ডেবিট কার্ড যেমন ডিবিবিএল নেক্সাস, ব্র্যাক ব্যাংক এটিএম ইত্যাদি ব্যবহার করে অনলাইন পেমেন্ট করতে পারবেন। ডাচ-বাংলা ব্যাংক ডিবিবিএল নেক্সাস এবং ব্র্যাক ব্যাংক ভিসা, মাস্টার কার্ড এবং ব্র্যাক ব্যাংক এটিএম কার্ডের প্রসেসর হিসেবে কাজ করবে। গ্রামীণফোনের সঙ্গে সঙ্গে এসএসএল ওয়্যারলেস দেশের প্রায় সব মোবাইল অপারেটরদের জন্য অনলাইন রিচার্জ সুবিধা নিয়ে এলো। অনলাইনে লেনদেনের অনুমতি প্রদানের পর থেকেই অনলাইনে বিল প্রদান, অনলাইনে কেনাকাটা, মোবাইল রিচার্জ ইত্যাদি ডিজিটাল সেবার সূচনা ঘটে বাংলাদেশে। এসএসএল ওয়্যারলেস মোবাইল ও ইন্টারনেটভিত্তিক বিভিন্ন অর্থনৈতিক সেবা নিয়ে আসছে জনগণের জন্য ৪ বছর ধরে। তারই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো এসএসএল ওয়্যারলেস ২টি ইলেক্ট্রনিক চ্যানেল টপ আপ এবং অনলাইন পেমেন্টকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এলো।

সূত্র : দৈনিক যুগান্তর

No comments:

Post a Comment