Pages

Monday, April 29, 2013

আপনার ব্লগস্পট সাইট কে সুন্দর ভাবে সাজান

গুগলের ব্লগস্পট.কম সাইটে আমরা ফ্রিতে ব্লগ/সাইট খুলে থাকি।ব্লগিং এর শুরু
হয় কিন্তু এই সব ফ্রী ব্লগ সাইট এর মাধ্যমে।আমার ও ব্লগিং এর হাতে খড়ি এই
ফ্রী ব্লগ সাইট এর মাধ্যমে। ব্লগস্পট.কম এ ডিফল্ট ভাবে কিছু টেম্পলেট ব্যবহার
করা যায়। এতে ব্লগ সাইট দেখতে তেমন ভাল লাগে না। এর সমাধান কিন্তু সহজে
করা যায় কিছু সুন্দর থিম ব্যবহারের মাধ্যমে। এতে আপনার ব্লগ/সাইট দেখতে 
আকর্ষনীয়ও চমৎকার লাগবে। যাদের এখনও সাইট নেই তারা blogger.com এ একটি 
আকাউন্ট করে নিন জলদি। আকাউন্ট খোলা হলে আবার আসুন সেটিং এর পালা। 
 প্রথমে deluxetemplates.net ও btemplates.com অনেক সুন্দর সুন্দর কিছু থিম আছে। 
এর মধ্য যেটি আপনার ভাল লাগে তা ডাউনলোড করে নিন।

ডাউনলোড কমপ্লিট হওয়ার পর WINRAR এর view তে ক্লিক করুন।













এর পর .xml ফরমেটের একটি ফাইল আসবে সেটি ওপেন করুন।

















এর পর (কোড)লেখা অল মার্ক কপি করে নি। 













এর পর blogger.com এ গিয়ে Templet >Edite HTML> winrar code copy past>Save Templets 



























এর পর View blog এ click করুন। কাজ শেষ। ধন্যবাদ।





Wednesday, April 24, 2013

লিঙ্ক শেয়ার করে আয় করুন

আমরা যারা অনলাইনে টাকা ইনকাম করার চেষ্টা করছি তাদের জন্য পোষ্টটি খুব কাজে লাগবে আশা করি। আজ আমি এমন একটা সাইট নিয়ে আলোচনা করব যা আপনাদের অতি পরিচিত আবার কেউ কেউ এটা সম্পর্কে জানেন না । যার নাম adf.ly । এই সাইটের মাধ্যমে সাইটের লিঙ্কগুলো ছোট করা হয়। এই লিঙ্কগুলো বিভিন্ন সাইটে শেয়ার করতে হয়। যত লোক এই লিঙ্কে প্রবেশ করবে এবং Skip Ad এ ক্লিক করবে সেই ভিত্তিতে আপনি টাকা পাবেন। এটা দিয়ে আপনি কমপক্ষে নেট বিলের টাকা আয় করতে পারবেন । আর যদি একটু সময় দিতে পারেন তাহলে মাসে ৫০ - ১০০ ডলার আয় করতে পারবেন । অনেকে এটা দিয়ে মাসে ২০০ ডলার আয় করছেন । আমি নিজেও এই সাইট থেকে আয় করছি । আপনাকে প্রথমে একাউন্ট খুলতে হবে এখানে ক্লিক করে একাউন্ট খুলেন । সাধারনভাবে প্রতি হাজার ভিজিটের জন্য ০.৫ ডলার থেকে । পুরো পৃষ্ঠা বিজ্ঞাপনের জন্য প্রতি ১০০০ ক্লিকে ৩ ডলার দেয়া হয়। একে সামান্য মনে হতে পারে। বাস্তবে ভিজিটর যত বেশি আয় তত বেশি এই নিয়মে একসময় এটা যথেষ্ট হতে পারে। ব্যানার বিজ্ঞাপনগুলি দেখা যায় ওয়েবপেজের ওপরের দিকে। এগুলির জন্য প্রতি হাজার ক্লিকে ২ ডলার দেয়া হয়। এর বাইরে দেশ অনুযায়ী টাকা কমবেশি হয়। যেমন আমেরিকার ভিজিটরের জন্য বেশি টাকা। এফিলিয়েটেড প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রচার করেও আয় করতে পারেন। আয়ের শতকরা ২০ ভাগ হারে টাকা দেয় তারা। ৫ ডলার হলেই adf.ly ডলার তুলতে পারবেন paypal এবং alert pay মাধ্যমে । প্রতি মাসের ১ তারিখ ডলার তুলতে
পারবেন । যদি কিছু না বুঝেন অবশ্যয় কমেন্ট করবেন । ধন্যবাদ।