Pages

Wednesday, May 29, 2013

Saturday, May 11, 2013

কম্পিউটারের স্কিনে থাকা কোন কিছু প্রিন্ট করুন খুব সহজে

আমাদের কম্পিউটারের অনেক সময় কোন কিছুর স্ক্রীন শর্ট নেওয়ার প্রয়োজন পড়ে।এই স্ক্রীন শর্ট
আমরা খুব সহজেই নিতে পারি। তো এবার কাজের কথাই আসি ।
এ জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে।
১.প্রথমে আমরা কিবোর্ডে থাকা print screen sys Sq  নামক কি টি এক বার চাববো ।
২.এবার ফটো সপ ওপেন করুন।
৩.ফাইল অপশনে গিয়ে নিউ ওপেন করুন।
৪. এর পর নিউ অপশনে WIDTH এ শুধু 1042 দিয়ে OK ক্লিক করুন।
৫. এবার Edit এ গিয়ে paste করে দিন।
৬. এবার কাজ শেষ সেভ করবার পালা file name চেঞ্জ করে দিতে পারেন এবং Format Option  এ গিয়ে
JPEG ছিলেক্ট করে সেভ দিন। না বুজলে কমেন্ট করুন। ধন্যবাদ ভাল থাকুন।