Pages

Sunday, January 26, 2014

খুব সহজে ব্যাক লিঙ্ক তৈরি করি

যারা অনলাইনে কাজ করেন বা নিজস্ব ওয়েবসাইট আছে তারা জানেন ব্যাক লিঙ্ক কত গুরুত্বপূর্ণ। আর যারা নতুন তাদের জন্য আজ আমি আপনাদের বিভিন্ন ব্যাক লিঙ্ক কি ভাবে ও কি কোডের মাধ্যমে দিতে হয় তা আমি দেখাবো।

উদাহরণ নং- ১
কৃষি সম্পর্কিত একটি ব্লগ সাইটের ঠিকানা এই লিঙ্ক
উপরে যে লিঙ্ক টি দিয়েছি তা নিচের এই কোড দ্বারা আমরা করতে পারি যেমনঃ
<a href="http://agrobangla24.blogspot.com">Lnk</a>


উদাহরণ নং-২
[url=http://www.YOURWEBSITE.com]KEYWORDS[/url]
এভাবে আমরা খুব সহজেই আমাদের ব্যাক লিক ক্রিয়েট করতে পারি। সবাই কে ধন্যবাদ।

Saturday, November 30, 2013

High PR Forum list All Over The World


আমি আপনাদেরকে এক সাথে ৫০০০+ এর উপর ফোরাম এর মেগা কালেকশন লিস্ট দিলাম। যারা অনলাইনে এসইও এর কাজ করেন তাদের কাজে লাগবে আশাকরি। ভাল লাগলে কমেন্ট করবেন।


Forum Profile Link Building List-1

Tuesday, October 29, 2013

বিড়াল নাচের একটি ওয়েব সাইট সময় থাকলে ঘুরে আসুন!!


একটি অদ্ভুদ বিড়াল নাচের সাইট। এখানে বিড়াল নাচের বিভিন্ন স্টাইল রয়েছে। এর পাশাপাশি আপনার বা অন্য কারও ছবি অ্যাড করেও বিড়াল নাচ নাচাতে পারেন। সাইটটি ঘুরে আসুন তাহলেই বুঝতে পারবেন।





Wednesday, May 29, 2013

Saturday, May 11, 2013

কম্পিউটারের স্কিনে থাকা কোন কিছু প্রিন্ট করুন খুব সহজে

আমাদের কম্পিউটারের অনেক সময় কোন কিছুর স্ক্রীন শর্ট নেওয়ার প্রয়োজন পড়ে।এই স্ক্রীন শর্ট
আমরা খুব সহজেই নিতে পারি। তো এবার কাজের কথাই আসি ।
এ জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে।
১.প্রথমে আমরা কিবোর্ডে থাকা print screen sys Sq  নামক কি টি এক বার চাববো ।
২.এবার ফটো সপ ওপেন করুন।
৩.ফাইল অপশনে গিয়ে নিউ ওপেন করুন।
৪. এর পর নিউ অপশনে WIDTH এ শুধু 1042 দিয়ে OK ক্লিক করুন।
৫. এবার Edit এ গিয়ে paste করে দিন।
৬. এবার কাজ শেষ সেভ করবার পালা file name চেঞ্জ করে দিতে পারেন এবং Format Option  এ গিয়ে
JPEG ছিলেক্ট করে সেভ দিন। না বুজলে কমেন্ট করুন। ধন্যবাদ ভাল থাকুন। 

Monday, April 29, 2013

আপনার ব্লগস্পট সাইট কে সুন্দর ভাবে সাজান

গুগলের ব্লগস্পট.কম সাইটে আমরা ফ্রিতে ব্লগ/সাইট খুলে থাকি।ব্লগিং এর শুরু
হয় কিন্তু এই সব ফ্রী ব্লগ সাইট এর মাধ্যমে।আমার ও ব্লগিং এর হাতে খড়ি এই
ফ্রী ব্লগ সাইট এর মাধ্যমে। ব্লগস্পট.কম এ ডিফল্ট ভাবে কিছু টেম্পলেট ব্যবহার
করা যায়। এতে ব্লগ সাইট দেখতে তেমন ভাল লাগে না। এর সমাধান কিন্তু সহজে
করা যায় কিছু সুন্দর থিম ব্যবহারের মাধ্যমে। এতে আপনার ব্লগ/সাইট দেখতে 
আকর্ষনীয়ও চমৎকার লাগবে। যাদের এখনও সাইট নেই তারা blogger.com এ একটি 
আকাউন্ট করে নিন জলদি। আকাউন্ট খোলা হলে আবার আসুন সেটিং এর পালা। 
 প্রথমে deluxetemplates.net ও btemplates.com অনেক সুন্দর সুন্দর কিছু থিম আছে। 
এর মধ্য যেটি আপনার ভাল লাগে তা ডাউনলোড করে নিন।

ডাউনলোড কমপ্লিট হওয়ার পর WINRAR এর view তে ক্লিক করুন।













এর পর .xml ফরমেটের একটি ফাইল আসবে সেটি ওপেন করুন।

















এর পর (কোড)লেখা অল মার্ক কপি করে নি। 













এর পর blogger.com এ গিয়ে Templet >Edite HTML> winrar code copy past>Save Templets 



























এর পর View blog এ click করুন। কাজ শেষ। ধন্যবাদ।





Wednesday, April 24, 2013

লিঙ্ক শেয়ার করে আয় করুন

আমরা যারা অনলাইনে টাকা ইনকাম করার চেষ্টা করছি তাদের জন্য পোষ্টটি খুব কাজে লাগবে আশা করি। আজ আমি এমন একটা সাইট নিয়ে আলোচনা করব যা আপনাদের অতি পরিচিত আবার কেউ কেউ এটা সম্পর্কে জানেন না । যার নাম adf.ly । এই সাইটের মাধ্যমে সাইটের লিঙ্কগুলো ছোট করা হয়। এই লিঙ্কগুলো বিভিন্ন সাইটে শেয়ার করতে হয়। যত লোক এই লিঙ্কে প্রবেশ করবে এবং Skip Ad এ ক্লিক করবে সেই ভিত্তিতে আপনি টাকা পাবেন। এটা দিয়ে আপনি কমপক্ষে নেট বিলের টাকা আয় করতে পারবেন । আর যদি একটু সময় দিতে পারেন তাহলে মাসে ৫০ - ১০০ ডলার আয় করতে পারবেন । অনেকে এটা দিয়ে মাসে ২০০ ডলার আয় করছেন । আমি নিজেও এই সাইট থেকে আয় করছি । আপনাকে প্রথমে একাউন্ট খুলতে হবে এখানে ক্লিক করে একাউন্ট খুলেন । সাধারনভাবে প্রতি হাজার ভিজিটের জন্য ০.৫ ডলার থেকে । পুরো পৃষ্ঠা বিজ্ঞাপনের জন্য প্রতি ১০০০ ক্লিকে ৩ ডলার দেয়া হয়। একে সামান্য মনে হতে পারে। বাস্তবে ভিজিটর যত বেশি আয় তত বেশি এই নিয়মে একসময় এটা যথেষ্ট হতে পারে। ব্যানার বিজ্ঞাপনগুলি দেখা যায় ওয়েবপেজের ওপরের দিকে। এগুলির জন্য প্রতি হাজার ক্লিকে ২ ডলার দেয়া হয়। এর বাইরে দেশ অনুযায়ী টাকা কমবেশি হয়। যেমন আমেরিকার ভিজিটরের জন্য বেশি টাকা। এফিলিয়েটেড প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রচার করেও আয় করতে পারেন। আয়ের শতকরা ২০ ভাগ হারে টাকা দেয় তারা। ৫ ডলার হলেই adf.ly ডলার তুলতে পারবেন paypal এবং alert pay মাধ্যমে । প্রতি মাসের ১ তারিখ ডলার তুলতে
পারবেন । যদি কিছু না বুঝেন অবশ্যয় কমেন্ট করবেন । ধন্যবাদ।