Pages

Wednesday, January 30, 2013

এলো মাইক্রোসফট অফিস ২০১৩



জনপ্রিয় অফিস সফটওয়্যার মাইক্রোসফট অফিসের নতুন ভার্সন ‘অফিস ২০১৩’ ক্রেতাদের জন্য উন্মুক্ত করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট। বিবিসি জানিয়েছে, অফিস ২০১৩-এর ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং আউটলুক নতুন করে ডিজাইন করা হয়েছে টাচ স্ক্রিন নিয়ন্ত্রিত কম্পিউটারের জন্য।

অফিস ২০১৩-এ নতুন ফিচার হিসেবে যোগ হয়েছে স্কাইপ ব্যবহার করে ভিডিও চ্যাট করার সুযোগ। আর অ্যাপ স্টোর থেকে বাড়তি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও ব্যবহার করা যাবে।
মাইক্রোসফটের আয়ের একটা বড় অংশ আসে অফিস স্যুইট থেকে। অফিস সুইটের নতুন ভার্সনটিতে আনকোরা সব ফিচার যোগ করে অল্প দামের পণ্য নির্মাতা ও অনলাইন প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে এগিয়ে যাবার আশা করছে মাইক্রোসফট।
অফিস ২০১৩ ব্যবহারকারীদের মন জয় করলে উইন্ডোজ ৮ ও উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেমের বিক্রিও বাড়বে বলে আশা করছে মাইক্রোসফট। গ্রাহকরা একটি পিসিতে ব্যবহারের জন্য অফিস ২০১৩ কিনতে পারবেন ১৪০ ডলারে।

No comments:

Post a Comment