Pages

Thursday, December 13, 2012

সোশাল নেটওয়ার্কিং

সার্চ জায়ান্ট গুগল সোশাল নেটওয়ার্কিং সাইট হিসেবে সম্প্রতি চালু করেছে ‘গুগল প্লাস’। এ সাইটটি ব্যবহার করে ফেসুবকের মতোই সবার সঙ্গে যোগাযোগ রাখা যায়। মাত্র ৩ সপ্তাহ না পেরোতেই ২ কোটি ব্যবহারকারির মাইলফলক ছুঁয়েছে গুগল প্লাস।

৭ জুলাই থেকে গুগল প্লাস অনলাইনে এলেও এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। গুগলের তৈরি ওয়েভ, অরকুট এবং গুগল বাজ ব্যর্থ হলেও গুগল প্লাস দাঁড়িয়ে যাবে বলেই বিশ্লেষকরা মনে করছেন।

গুগল প্লাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা জিমেইল থেকে সরাসরি ব্যবহার করা যায়, ফলে নতুন করে নাম, পাসওয়ার্ড দিয়ে এটায় ঢুকতে (লগ-ইন) হয় না। সাইটির মজার বিষয় হচ্ছে ছবি শেয়ারিং। এছাড়াও সার্কেল, হ্যাংআউট, স্পার্কস-এর মতো নতুন ধারণা রয়েছে।

গুগল প্লাসের ঠিকনা হচ্ছে https://plus.google.com

গুগল প্লাস ছাড়াও আরো দুটি জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইট হচ্ছে-

http://www.facebook.com/  (ফেসবুক)
http://twitter.com/  (টুইটার)

No comments:

Post a Comment